ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আমাদের সরকার ক্রীড়াবান্ধবঃ অর্থমন্ত্রী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
আমাদের সরকার ক্রীড়াবান্ধবঃ অর্থমন্ত্রী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শনিবার বঙ্গবন্ধু গোল্ডকাপের আয়োজক কমিটির সভা শেষে এ কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী গণমাধ্যম কর্মীদের তাদের পরিকল্পনা ও সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, 'আমাদের সরকার ক্রীড়া বান্ধব।

আর এ টুর্নামেন্টের সকল অর্থ (১৫ কোটি) ইতি মধ্যেই ব্যবস্থা হয়ে গেছে। এ বিষয়ে সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে। '

তবে ফুটবলের উন্নয়নে বাৎসরিক যে বাজেটের প্রস্তাবনা ছিল এ বিষয়ে কি ভাবছেন, এমন প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান অর্থমন্ত্রী।

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, 'আমরা পুরোপুরি প্রস্তুত। সব ঠিক থাকলে ২৯ তারিখ সিলেট থেকে টুর্নামেন্টটি শুরু হবে। '

এর আগে জানা যায়, ৬ কোটি টাকার গোল্ডকাপের বাজেট একলাফে ১৫ কোটি হয়েছে! বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে ১২টি উপ-কমিটিও হয়েছে। এরমধ্যে গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিস কমিটি ২৫ লক্ষ টাকার বাজেট পেয়েছে এ টুর্নামেন্টকে সামনে রেখে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।