ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাঠে নামবে চেলসি, ম্যানসিটি আর লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
মাঠে নামবে চেলসি, ম্যানসিটি আর লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ রাতে মাঠে নামবে ইংলিশ ফেভারিটরা। হোসে মরিনহোর চেলসি লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে খেলবে ব্রাডফোর্ড সিটির বিপক্ষে।

এছাড়া মাঠে নামবে ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের মতো বড় দল গুলো।

চেলসি আর ম্যানচেস্টার সিটি দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আর লিভারপুলের ম্যাচটি হবে রাত সাড়ে ১১টায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি নিজেদের শেষ ম্যাচে লিভারপুলের সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে। তবে, তার আগের তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছে দিয়েগো কস্তারা। নিজেদের মাঠে খেলতে নামায় আজকের ম্যাচে বাড়তি সুবিধা পাবে চেলসি।

মুখোমুখি দেখায় সর্বশেষ পাঁচ ম্যাচে চেলসির জয়ের পাল্লাই ভারী। তিনটি ম্যাচে জয়ের পাশাপাশি ব্রাডফোর্ডের বিপক্ষে একটি ম্যাচে পরাজিত হয় চেলসি আর বাকি ম্যাচটি ড্র ব্লুজরা।

এদিকে, ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নামবে ম্যানচেস্টার সিটি। মিডলসবার্গের বিপক্ষে এ ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

গত পাঁচ ম্যাচের একটিতে হারা ম্যানসিটি গত পাঁচ বছরে মিডলসবার্গের বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি। এর আগে শেষ পাঁচবারের মুখোমুখি দেখায় ম্যানসিটি জয় পেয়েছে তিনটিতে। বাকি দুটি ম্যাচে জিতেছিল মিডলসবার্গ। তার মধ্যে ২০০৮ সালে একটি ম্যাচে মিডলসবার্গ ম্যানসিটিকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল।

অপর ম্যাচে অ্যানফিল্ড স্টেডিয়ামে স্বাগতিক হিসেবে খেলতে নামবে ব্রেন্ডন রজার্সের লিভারপুল। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে বোল্টন ওয়ান্ডার্স। সর্বশেষ ৫ ম্যাচের কোনোটিতে না হারা লিভারপুল এ ম্যাচেও জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না।

দুই দলের মুখোমুখি ৫ বারের দেখায় চারবারই জয় পেয়েছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।