ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সুয়ারেজকে সাহায্য করতে পারছি না‍: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সুয়ারেজকে সাহায্য করতে পারছি না‍: নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যাম্প ন্যুতে চলতি মৌসুমটি উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের জন্য প্রথম মৌসুম। বার্সেলোনার এ তারকা গোলের জন্য মরিয়া হলেও, প্রত্যাশিত ভাবে গোলের দেখা পাচ্ছেন না।

বার্সার আরেক তারকা ব্রাজিল সেনসেশন নেইমার মনে করেন, সুয়ারেজকে তার সাহায্য করা দরকার।

তবে, সাহায্য করতে চাইলেও নেইমার জানিয়েছেন, সুয়ারেজকে তিনি কোনোভাবেই সাহায্য করতে পারছেন না। ব্রাজিল অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে সুয়ারেজকে। আমি চেয়েছিলাম মাঠে ও মাঠের বাইরে তাকে সাহায্য করতে, কিন্তু পারছি না।

কেন পারছেন না, তারও একটি ব্যাখ্যা দিয়েছেন নেইমার। বলেন, সুয়ারেজ আমার থেকে বয়সে বড়। স্বাভাবিকভাবেই তিনি আমার থেকে বেশি অভিজ্ঞ। এ অবস্থায় আমি তাকে কোনোভাবেই পরামর্শ দিয়ে সাহায্য করতে পারিনা। বরং সুয়ারেজই আমাকে পরামর্শ দিতে পারেন।

তবে নেইমার জানালেন, সাবেক লিভারপুলের তারকা সুয়ারেজ খুব শিগগিরি নিজের সেরা ছন্দে ফিরবেন। আর এ জন্য ক্লাবের কোচ লুইস এনরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেইমার যোগ করেন, এনরিক সুয়ারেজকে গোল করার জন্য কি করতে হবে, বুঝিয়ে দিচ্ছেন। কি করে সঠিকভাবে পাস দিতে হবে, সেটিও শিখিয়ে দিচ্ছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল ছেড়ে এ মৌসুমে কাতালানদের শিবিরে যোগ দেন সুয়ারেজ। উরুগুয়ের হয়ে ৮২ ম্যাচে ৪৩ গোল করা এ তারকা আয়াক্সের হয়ে ১১০ ম্যাচে গোল করেছেন ৮১টি। আর সমান সংখ্যক ম্যাচ খেলে লিভারপুলের হয়ে করেছেন ৬৯টি গোল।

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। নিজেদের পরের ম্যাচে (লা লিগা) এলচের বিপক্ষে (সুয়ারেজের জন্মদিনের দিন) ম্যাচে লুইস এনরিক সুয়ারেজকে মাঠে নামাননি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।