ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি-নেইমারকে ছাড়াই ফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
মেসি-নেইমারকে ছাড়াই ফাইনালে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: লুইস ফেলিপে স্কলারির গুয়াংজু এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। শারীরিক অসুস্থতার কারণে ম্যাচের আগমুহূর্তে দল থেকে ছিটকে পড়েন লিওনেল মেসি।

ফিটনেসে ঘাটতি থাকায় স্কোয়াডে থাকলেও নেইমারকে মাঠে নামাননি কোচ লুইস এনরিক। তবে, দুর্দান্ত হ্যাটট্রিকে দু’জনের অভাবটা যেন বুঝতেই দেননি লুইস সুয়ারেজ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জাপানের নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়।

জানা যায়, পেটে প্রচন্ড ব্যথার কারণেই দলের বাইরে থাকেন মেসি। আর্জেন্টাইন তারকার কিডনিতে পাথর ধরা পড়েছে। তবে ভক্ত-সমর্থকদের এতোটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ব্যাপারটি অতটা গুরুতর নয়। তবে পেটে ব্যাথার সমস্যায় ভুগছেন মেসি। তাই শেষ রাতে তাকে পেইনকিলার বা ব্যথানাশক ঔষধ নিতে হয়েছে।

মেসি-নেইমারের অনুপস্থিতে আক্রমণের গুরুদায়িত্বটা ভালোই সামলান সুয়ারেজ। ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়ে সুয়ারেজকে সেন্ট্রাল স্ট্রাইকারের ভূমিকায় রাখেন এনরিক। খেলা শুরুর ৩৯ মিনিটের মাথায় বার্সার অপেক্ষার অবসান ঘটান সুয়ারেজ। এর ১১ মিনিট পরই আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে চমৎকার ওয়ান-টু পাসে ভলিতে আবারো বল জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার।

ম্যাচের ৬৬ মিনিটে ডি-বক্সে মুনির এল হাদ্দাদিকে ট্যাকল করে বসেন এভারগ্রান্ডের মিডফিল্ডার হুয়াং বোয়েন। পেনাল্টির নির্দেশ দিতেও দেরি করেননি রেফারি। স্পট কিক থেকে পরের মিনিটেই হ্যাটট্রিক পূরন করেন দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজ।

তিন গোলে পিছিয়ে থেকে ম্যাচ থেকেও ছিটকে পড়ে চাইনিজ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত স্কলারির শিষ্যদের আর ম্যাচে ফেরা হয়নি। এমনকি তারা একটি গোল পরিশোধ করতেও ব্যর্থ হয়। রেফারি শেষ বাঁশি বাজানোর পরই জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ক্লাব বিশ্বকাপের তৃতীয় শিরোপার লক্ষ্যে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হবে বার্সা। একই ভেন্যুতে আগামী ২০ ডিসেম্বর (রোববার) হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। একই দিন দুপুর ১টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জাপানের সানফ্রেচ্চে হিরোশিমার বিপক্ষে মাঠে নামবে এভারগ্রান্ডে।

উল্লেখ্য, শিরোপা নির্ধারণী ম্যাচটি জিতলেই রেকর্ড বইয়ে নাম লেখাবে কাতালানরা। প্রথম কোনো ক্লাব হিসেবে বার্সার সামনে এখন তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার হাতছানি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।