যশোর: যশোরে ঐতিহ্যবাহী গরুরগাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কাশিমপুর গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন বাংলানিউজকে বলেন, কৃষকের ফসল ঘরে তোলার পর প্রতিবছর স্থানীয় দুইটি গ্রামে এ প্রতিযোগিতা হয়ে থাকে। প্রতিযোগিতা উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। স্থানীয় লোকজনের দাওয়াতে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন।
প্রতিযোগিতায় বাঘারপাড়া হাগড়া গ্রামের গরুরগাড়ি প্রথম, যশোর সদর উপজেলার দোহারপাড়া দ্বিতীয় এবং সদর উপজেলার ইছালি-ফুলবাড়ি গ্রামের গরুরগাড়ি তৃতীয়স্থান অধিকার করে।
পরে কাশিমপুর যুব সংঘের পক্ষ থেকে প্রথম স্থান অধিকারীকে একটি রঙিন টেলিভিশন, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি বাইসাইকেল এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি ছাগল উপহার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
পিসি/