ঢাকা: ইংলিশ জায়ান্ট আর্সেনালের সামনে শীর্ষে ওঠার হাতছানি ছিলো। তবে মাঝারি মানের দল সাউদাম্পটনের কাছে ৪-০ গোলে বিধস্ত হয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানেই থাকতে হলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।
গত সপ্তাহে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিতে শিরোপার লড়াইয়ে এগিয়ে ছিলো আর্সেনাল। তবে এক ম্যাচ পরেই দলটিকে দেখতে হলো করুণ হার। শনিবার রাতে ঘরের মাঠ সেন্ট ম্যারি স্টেডিয়ামে আর্সেনালকে আতিথিয়েতা জানায় সাউদাম্পটন। তবে শেন লংয়ের জোড়া গোলে গানাররা মোট এক হালি গোল হজম করে।
এদিন ম্যাচের ১৯ মিনিটেই কুকো মার্টিনার গোলে লিড নেয় সাউদাম্পটন। তবে একের পর এক আক্রমণ চালালেও ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর আরও জ্বলে ওঠে সাউদাম্পটন। ম্যাচের ৫৫ মিনিটে লংয়ে গোলে লিড দুইয়ে নিয়ে যায় দলটি। আর গানারদের কোন সুযোগ না দিয়ে ম্যাচের ৬৯ মিনিটে হোসে ফোন্তের গোলে লিড ৩-০ করে সাউদাম্পটন।
বাজে খেলতে থাকা আর্সেনাল ম্যাচে তেমন কোন সুযোগই তৈরী করতে পারেনি। উল্টো খেলার নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে (৯২) লং তার জোড়া গোল পূর্ণ করলে ৪-০ গোলে হেরে মাঠ ছাড়ে আর্সেনাল।
১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে আর্সেনাল। আর সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৫
এমএমএস