ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অস্কারের পেনাল্টি মিসে জয়হীন চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
অস্কারের পেনাল্টি মিসে জয়হীন চেলসি ছবি : সংগৃহীত

ঢাকা: নতুন কোচ গ্যাস হিদিঙ্কের অধীনে টানা দ্বিতীয় জয়ের মুখ দেখতে পারতো চেলসি। তবে অস্কারের পেনাল্টি মিসে শেষ পর্যন্ত ওয়াটফোর্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।

চলতি মৌসুমে বাজে পারর্ফম করা দিয়েগো কস্তা জোড়া গোল করলেও শেষ দিকে হলুদ কার্ড দেখায় লিগের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি।

শনিবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দুর্বল ওয়াটফোর্ডকে আতিথিয়েতা জানায় চেলসি। বহিষ্কার হওয়া কোচ হোসে মরিনহোর পরিবর্তে দলকে মেরামত করতে আসা হিদিঙ্কের অধীনে খেলার প্রথমে লিডও নেয় ব্লুজরা। ম্যাচের ৩২ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার কস্তার শটে এগিয়ে যায় চেলসি। কিন্তু টোরে ডেনি ৪২ মিনিটে গোল করলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর খেলার ৫৬ মিনিটে ইগহালোর গোলে ২-১ ব্যবধানে লিড নেয়ে ওয়াটফোর্ড। তবে ১০ মিনিট পরেই সমতায় ফেরে চেলসি এবারও দলের গোলদাতা কস্তা। কিন্তু স্বাগতিকদের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিলো খেলার ৮০ মিনিটে। পেনাল্টি পাওয়া দলটির হয়ে শট নিতে যান ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। তবে অস্কারের শট ঠেকিয়ে নায়ক বনে যান ওয়াটফোর্ড গোলরক্ষক।

এদিকে খেলার নির্ধারিত সমেয়র দুই মিনিট আগে ফাউল করায় রেফারি কস্তাকে হলুদ কার্ড দেখান। ফলে লিগের পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারছেন না তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।