ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মঙ্গলবার বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
মঙ্গলবার বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র

ঢাকা: আগামী বছরের ৮ জানুয়ারি ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০১৬’র পর্দা উঠবে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে টুর্নামেন্টের ড্র ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

টুর্নামেন্টে মালয়েশিয়া, বাহরাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কম্বোডিয়া, নেপাল, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করবে। ২০১৬ সালের ১৯ জানুয়ারি এবারের আসরটির সমাপ্তি ঘটবে।

হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ড ‍কাপ টুর্নামেন্টের ড্র ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অথিতি হিসেবে থাকবেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রসঙ্গত, ২০১৫ আসরে শিরোপা জেতার কাছাকাছি গিয়েও তা হাতছাড়া করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। চলতি বছরের ৮ ফেব্রুয়ারির ম্যাচটিতে মালয়েশিয়া অ-২৩ দলের কাছে ৩-২ গোলে হার মানে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।