ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কখনওই বার্সা ছাড়বেন না বর্ষসেরা মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
কখনওই বার্সা ছাড়বেন না বর্ষসেরা মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: পঞ্চমবারের মতো ফিফা ব্যালন ডি’অর জিতে ফিরে পেলেন নিজের পুরোনো সিংহাসন। ১৩ বছর বয়স থেকে ফুটবল ক্লাব বার্সেলোনায় ক্যারিয়ার শুরু করা আর্জেন্টাইন অধিনায়কের প্রায় সকল প্রাপ্তি এই দল থেকে।

তাই বার্সা কখনওই ছাড়বেন না বলেন জানিয়েছেন মেসি।

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার গালা অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্লাব সতীর্থ নেইমারকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব জেতেন মেসি। ট্রফিটি জিতে তিনি জানান, বার্সা একমাত্র ক্লাব তার জন্য।

২০১৫ সালে কাতালানদের হয়ে পাঁচটি শিরোপা জেতেন ২৮ বছর বয়সী মেসি। যেখানে ছিল চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের মতো শিরোপা। এছাড়া জাতীয় দল আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলেন তিনি।

মেসি বলেন, ‘আমি এ কথা এক হাজার বার বলেছি। আর এটাই বলবো। আমি ক্যারিয়ার ঘরের মাঠেই শেষ করতে চাই। আর আমার ঘর বার্সেলোনা। ’

বার্সার সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত খেলবেন মেসি। যখন তার বয়স হবে ৩১।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।