ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জার্মানির উদ্দেশে দেশ ছাড়ছে হকি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
জার্মানির উদ্দেশে দেশ ছাড়ছে হকি দল ছবি: সংগৃহীত

ঢাকা: নভেম্বর থেকে হংকংয়ে শুরু হতে যাওয়া এশিয়া কাপ হকির বাছাইপর্বকে সামনে রেখে উন্নত প্রশিক্ষণের জন্য মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোরে দ্বিতীয় দফায় জার্মানি সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল এবং ফেডারেশনের কর্মকর্তারা।

এক মাস আগে প্রথম দফার সফরে জার্মানি গিয়েছিলেন ৯ জন খেলোয়াড়।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সম্মেলন কক্ষে দ্বিতীয় দফার সফর প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 
সংবাদ সম্মেলনে উঠে আসে দ্বিতীয় দফায় যেতে প্লেয়ারদের দেরির বিষয়টি। এ ব্যাপারে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর জানান, ‘জাতীয় দলের এই বহরে অনূর্ধ্ব-১৮ থেকে আসা তিন খেলোয়াড় আছেন। মূলত তাদের কারণেই ভিসা পেতে দেরি হয়েছে। ’
 
প্রশিক্ষণকালে জিমি, চয়নদের অস্ট্রিয়া ও পোল্যান্ডের বিপক্ষে ৯টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি ম্যাচ শেষে ৭ নভেম্বর সফরকারী হকি দল দেশে ফিরবে বলে জানান মুনির।
 
আগামী ১৯-২৭ নভেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকির বাছাইপর্বের খেলা।   
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।