রাঙামাটি: রাঙামাটিতে পুলিশের আন্তঃজেলা হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গরবার (০৮ নভেম্বর) রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে সুখী নীলগঞ্জের নিউ পুলিশ লাইন্সে এ টুর্নামেন্টের পর্দা ওঠে।
প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, এএসপি (সদর সার্কেল) মোহাম্মদ মাহবুব উন নবী, আরআই পুলিশ লাইন্স মো: তাজুল ইসলাম।
পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, ‘স্বাস্থ্যই সকল সুখের মূল। খেলাধুলার মতো নির্মল বিনোদন আর কোন কিছুতে নেই। খেলাধুলা একদিকে যেমন শরীর গঠনে সহায়তা দান করে ঠিক তেমনি মানসিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ’
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে করে তারিকুলের ভাষ্য, ‘পুলিশের পেশাটি হচ্ছে চ্যালেঞ্জিং। আর এ চ্যালেঞ্জিং পেশাকে ধরে রাখতে হলে শারীরিক গঠন ও খেলাধুলার বিকল্প নেই। ’
টুর্নামেন্টে পুলিশের তিনটি দল অংশ নিয়েছে। রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবান। উদ্বোধনী দিনের সকালে রাঙামাটি চট্টগ্রামকে এবং বিকেলে বান্দরবান চট্টগ্রামকে হারায়। বুধবার (৯ নভেম্বর) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
এমআরএম