ঢাকা: বাংলাদেশের হয়ে ব্রাজিলের রিও অলিম্পিকে খেলা দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান ম্যানিলা মাস্টার্সের গলফ কোর্সে নাম লিখিয়ে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে ২৯তম হয়েছেন। শুরুটা ভালো হলেও শেষদিকে হতাশ হতে হয় সিদ্দিকুরকে।
ফিলিপিন্সের ম্যানিলা সাউথউডস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে রোববার চতুর্থ রাউন্ডে ছয়টি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে ম্যানিলা মাস্টার্স শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
প্রথম রাউন্ড শেষে ১২ জনের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে ছিলেন বাংলাদেশের সেরা এই গলফার। গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) ম্যানিলা মাস্টার্সের গলফ কোর্সে প্রথম রাউন্ডে সিদ্দিকুর চারটি বার্ডি করেন। কোনো বোগির ফাঁদে পড়তে হয়নি তাকে। পারের চেয়ে চার শট কম খেলে প্রথম রাউন্ড শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
১০ লাখ ডলার প্রাইজমানির এশিয়ান ট্যুরের এই আসরে দ্বিতীয় রাউন্ডে সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে ১৪ জনের সঙ্গে যৌথভাবে ৪৫তম স্থানে ছিলেন সিদ্দিকুর।
তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে সাত শট কম খেলে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে ৪৪তম স্থানে উঠে আসেন সিদ্দিকুর।
এশিয়ান ট্যুরের এ আসরে পারের চেয়ে ১৯ শট করে কম খেলেন মালয়েশিয়ার ফুং নিকোলাস ও ভারতের এসএসপি চৌরাসিয়া। পরে প্লে-অফে জিতে চ্যাম্পিয়ন হন চৌরাসিয়া।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এমআরপি