ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

এশিয়ান গেমস ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০
এশিয়ান গেমস ক্রিকেট

ঢাকা: চীনের গুয়াংজুতে ১৬তম এশিয়ান গেমস টি-টোয়েন্টি ক্রিকেনটে পুরুষ বিভাগে দশটি ও মেয়েদের বিভাগে আটটি দল অংশ নেবে।

পুরুষ বিভাগে যেসব দেশ খেলবে সেগুলো হচ্ছে- আফগানিস্তান, বাংলাদেশ, চীন, হংকং, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।



মেয়েদের বিভাগে অংশ নেবে- বাংলাদেশ, চীন, হংকং, জাপান, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর ও থাইল্যান্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় এশিয়ান গেমসে পুরুষ ও মেয়েদের কোনো ইভেন্টেই দল পাঠাচ্ছে না এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি ভারত।

আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর এশিয়ান গেমসের খেলা হবে। তবে ক্রিকেট ম্যাচ সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘন্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।