ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিপিএল শেষ বরিশালের, হতাশ ডেভিড মালান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
বিপিএল শেষ বরিশালের, হতাশ ডেভিড মালান ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাঈম ইসলামের রংপুর রাইডার্সের বিপক্ষে ২৯ রানে হেরে বিপিএলের এবারের আসর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল মুশফিকুর রহিমের বরিশাল বুলস। রংপুরের দেয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে ১২৫ রানেই অলআউট হয়ে গেছে বরিশাল।

মিরপুর থেকে: নাঈম ইসলামের রংপুর রাইডার্সের বিপক্ষে ২৯ রানে হেরে বিপিএলের এবারের আসর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল মুশফিকুর রহিমের বরিশাল বুলস। রংপুরের দেয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে ১২৫ রানেই অলআউট হয়ে গেছে বরিশাল।

এটি বরিশালের টুর্নামেন্টে অষ্টম হার। আর এই হারে প্রথম রাউন্ডে ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে থেকে এবারের বিপিএল শেষ করলো বরিশাল বুলস।

দলের এই হার এবং টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায়ে হতাশ বরিশালের টপ অর্ডারের ব্যাটসম্যান ডেভিড মালান। ‘বিষয়টি সত্যিই হতাশাজনক। কারণ ঢাকায় প্রথম চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতেলেও চট্টগ্রামে আর কোন ম্যাচই জিততে পারিনি। যদিও ঢাকার দ্বিতীয় পর্বে আমরা একটি ম্যাচ জিতেছি। কিন্তু শেষ রক্ষা হলো না। ’

শনিবার (৩ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই নিজের হতাশা ব্যক্ত করেন এই বরিশাল বুলস সদস্য।

বিপিএলের এবারের আসরে নামের প্রতি সুবিচার করতে পারলো না গেল আসরের রানারআপ বরিশাল বুলস। অথচ আসরের শুরুটা কি দুর্দান্তই না করেছিল দলটি। প্রথম ম্যাচ যদিও ঢাকার কাছে হেরে গিয়েছিল। মুশফিক, নাফিস ও ডেভিড মালানের  ধারাবাহিক ব্যাটিংয়ে ঢাকা, কুমিল্লা ও রাজশাহীর বিপক্ষে কী দুর্দান্ত তিন জয়ই না পেল!  

কিন্তু ১৭ নভেম্বর শুরু হওয়া চট্টগ্রাম পর্ব থেকেই দলটির জয়ে ছেদ পড়লো। যেন খেলতেই ভুলে গেছে। এর ফলে যেটা হল চট্টগ্রাম ও ঢাকা মিলে টানা ৬ হারে প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বাজিয়ে গেল গতবারের রানারআপদের। যদিও গেল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজশাহী কিংসের বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

অবশ্য মুশফিকদের প্রত্যাশা ছিল আজকের এই ম্যাচটি অন্ত:ত জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে। শেষ পর্যন্ত সেটাও হল না।

আর এই হারের পেছনে মালান যে কারণগুলোকে দায়ী করলেন সেগুলো হলো, ‘ঢাকার প্রথম পর্ব শেষে আমাদের দলে ইনজুরি ছিল। চট্টগ্রাম থেকে বারবারই আমাদের দল পরিবির্তন করতে হয়ছে। আর পুরো চট্টগ্রাম পর্বে মোমেন্টামটি আমাদের সাথে ছিল না। বিপিএলের এই আসরে আমরা একটি দল হিসেবে পারফর্ম করতে পারিনি। প্রথম তিনটি ম্যাচ যেভাবে খেলেছি, শেষের দিকে সেভাবে খেলতে পারলে দলের ফলাফল এতটা হতাশাজনক হত না। ’

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ৩ ডিসেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।