ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোর্টে গড়াচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
কোর্টে গড়াচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এশিয়ার ছয় জাতির অংশগ্রহণে ২২-২৭  ডিসেম্বর  মিরপুর  ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র ম্যানস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট।’ টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে- বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিজস্তান ও উজবেকিস্তান।

ঢাকা: এশিয়ার ছয় জাতির অংশগ্রহণে ২২-২৭  ডিসেম্বর  মিরপুর  ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র ম্যানস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। ’ টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে- বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিজস্তান ও উজবেকিস্তান।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর স্থানীয় একটি  হোটেলে লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী এবং টুর্নামেন্টের চেয়ারম্যান তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।

 বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

অন্যান্যদের মধ্যে ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এএস আসলাম সানি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ম্যাক্স গ্রুপের গোলাম মোহাম্মদ আলমগীর, জার্সি স্পন্সর লোটোর চেয়ারম্যান কাজী জামিউল ইসলামসহ আরও অনেকে উপস্থিত থাকেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘এদেশের  ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে , ভলিবলসহ দেশের অন্য খেলাকেও সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ’

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। লোটো টুর্নামেন্টের জার্সি স্পন্সর।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।