ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‍যুব হকিতে কক্সবাজারকে উড়িয়ে দিল গোপালগঞ্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
‍যুব হকিতে কক্সবাজারকে উড়িয়ে দিল গোপালগঞ্জ ‍যুব হকিতে কক্সবাজারকে উড়িয়ে দিল গোপালগঞ্জ/ছবি: সংগৃহীত

মো: হৃদয় ও গোলাম বাপ্পির হ্যাটট্রিকে অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকিতে দাপুটে জয় পেয়েছে গোপালগঞ্জ জেলা। কক্সবাজার জেলাকে ৮-১ গোলে বিধ্বস্ত করেচে তারা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই কক্সবাজারের উপর চড়াও হয় গোপালগঞ্জ। ম্যাচের বয়স যখন ৫ মিনিট তখন পেনাল্টি কর্নার থেকে দলকে ১-০ তে লিড এনে দেন গোলাম বাপ্পি।

১৭ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আরেকবার বোর্ডে বল ঠেলে দলকে দ্বিগুন ব্যবধান এনে দেন এই ফরোয়ার্ড। ২৬ মিনিটে তৃতীয়বারের মতো কক্সবাজার রক্ষণকে পরাস্ত করে দলকে ৩-০ তে এগিয়ে দেয়ার পাশাপাশি বাপ্পি তুলে নেন নিজের প্রথম হ্যাটট্রিক।

প্রথমার্ধে এখানেই থেমে থাকেনি গোপালগঞ্জ। ৩৪ মিনিটে আশরাফুল আলমের ফিল্ড গোলে ৪-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় গোপালগঞ্জের যুবারা।

বিরতির পরেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে গোপালগঞ্জ। কেননা দ্বিতীয়ার্ধের ৪৩ ও ৪৪ মিনিটে মো: হৃদয় পর পর দুবার বোর্ডে বল জড়িয়ে স্কোরলাইন নিয়ে যান ৬-০ তে। হৃদয়ের পরেই ৪৭ মিনিটে দ্বিতীয়বারের মতো জ্বলে ওঠেন আশরাফুল। আর তাতেই ৭-০ এর অধরা ব্যবধান পায় গোপালগঞ্জ।

এরপর ৫০ মিনিটে মো: হৃদয় তৃতীয়বারের মতো গোল করে দলকে ৮-০ তে লিড এনে দেন, সাথে তুলে নেন নিজের হ্যাটট্রিক।

তবে একেবারে খালি হাতে ফেরেনি কক্সবাজার। কেননা ৫৭ মিনিটে ফরোয়ার্ড জিল্লুরের ফিল্ড গোল গোপালগঞ্জ বোর্ডে আছড়ে পড়লে ৮-১ এর বড় ব্যবধান হার নিয়ে মাঠ ছাড়ে কক্সবাজার যুবারা।

দিনের অপর দুই ম্যাচে পটুয়াখালীর কাছে ৭-০ এ ব্রাক্ষনবাড়ীয়া ও চট্টগ্রামের কাছে ৩-১ গোলে হেরেছে সিলেট জেলা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।