ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেন্নাইয়ে লড়ছে বাংলাদেশি দাবাড়ুরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
চেন্নাইয়ে লড়ছে বাংলাদেশি দাবাড়ুরা দাবা টুর্নামেন্টের প্রতীকী ছবি

ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠানরত নবম চেন্নাই ওপেন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডেও বাংলাদেশের দাবাড়ুরা লড়াই জমিয়ে তোলে।

দ্বিতীয় রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্রান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, লিওনাইন চেস ক্লাবের মোহাম্মদ আমিনুল ইসলাম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও অগ্রনী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা দেড় পয়েন্ট অর্জন করেন। বসির মেমোরিয়াল চেস ক্লাবের আবুল কাসেম এক পয়েন্ট অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় নিয়াজ ভারতের রিতাব্রতা গাঙ্গুলীর সাথে, ফাহাদ ভারতের দিব্যা দেশমূখের সাথে ও জাকিয়া ভারতের অনিরুদ্ধ আইয়েনজারের সাথে ড্র করেন। মালেক ভারতের কৃত্তিগাকে, আমিনুল ভারতের কিশোর কুমার জগন্নাথনকে, সোহেল ফ্রান্সের ওয়েবার রিচার্ডকে, ইভা ভারতের সামদানি সাহিল সাগরকে ও কাশেম ভারতের সিনিবাসভারন চেলিয়াকে পরাজিত করেন। মাসুদা ভারতের মকাঞ্জি লিওনেল জোসেফের কাছে হেরে যান।

এই আসরে ১৭টি দেশের ১৬জন গ্রান্ডমাস্টার, ২জন মহিলা গ্রান্ডমাস্টার ও ১৭জন আন্তর্জাতিক মাস্টারসহ ৩১৭জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।