ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় সাইক্লিস্ট পারুলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
জাতীয় সাইক্লিস্ট পারুলের মৃত্যু

ঢাকা: সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় সাইক্লিস্ট পারুল আক্তার। দিন কয়েক আগে আত্মহত্যার চেষ্টা করা এই লাল-সবুজের সাইক্লিস্ট মঙ্গলবার শেষ রাতে মারা গেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) পারুলের মৃত্যু সম্পর্কে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল বলেন, ‘দিন দু’য়েক আগে শুনেছিলাম পারুল হাসপাতালে ভর্তি আছে। বুধবার সকালে শুনেছি তিনি মারা গেছেন।

পারুল শফিপুর আনসার কোয়ার্টারে থাকতো। তার ৩/৪ বছরের একটি মেয়েও আছে। ’

বাংলাদেশের হয়ে সবশেষ এস এ গেমসে খেলেছেন পারুল। ২০১৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান সাইক্লিং ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন পারুল। মাগুরার মেয়ে পারুল গত ৮-৯ বছর ধরে বাংলাদেশ আনসারে চাকরি করতেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৭
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।