ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বসুন্ধরা বাংলাদেশ ওপেনে রানারআপ সিদ্দিকুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
বসুন্ধরা বাংলাদেশ ওপেনে রানারআপ সিদ্দিকুর সিদ্দিকুর রহমান/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হয়েছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ১৩ শট কম খেলে প্রথমবারের মতো এই গৌরব লাভ করলেন এশিয়ান ট্যুরের দুইটি শিরোপা জয়ী গলফার।

রানারআপ হওয়ার দিনে সিদ্দিকুর বার্ডি পেয়েছেন মোট ৬টি। আর বগি পেয়েছেন মাত্র ১টি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের চতুর্থ ও শেষ রাউন্ডের শুরুটা দুর্দান্ত করেন স্বাগতিক গলফার সিদ্দিকুর রহমান। শনিবার ১ নাম্বার হোল থেকে রাউন্ডের শুরু করেন এই দেশসেরা গলফার। আগের দিন প্রথম হোলেই যেখানে বগি পেয়ে ব্যাকফুটে চলে গিয়েছিলেন, সেখানে শেষ রাউন্ডের প্রথম হোলটি খেলেন পারের সমান।
ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কমপরের হোলেই দেখা পান কাঙ্খিত বার্ডির। চার পারের এই হোলটি বেশ ফুরফুরে মেজাজে শেষ করেন তিন পারে। এরপর তিন নাম্বার হোলটি পারের সমান খেলে পরেরটিতেই তুলে নেন বার্ডি।

৫ ও ৬ নাম্বার হোল সতর্কতার সাথে পারের সমান খেলার পরে ৭ নাম্বার হোলে এসে দেখা পান দিনের তৃতীয় বার্ডির। এরপর টানা ৫টি হোল পারের সমান খেলে ১৩ নাম্বার হোলে এসে দিনের প্রথম বগির দেখা পান।
ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কমতবে ছন্দে ফিরতে খুব বেশি সময় নেননি এই স্বাগতিক গলফার। ১৪ ও ১৫ নাম্বার হোল টানা বার্ডি নিয়ে ফেরেন খেলায়। ১৬, ১৭ নাম্বার হোল পারের সমান খেলে ১৮ নাম্বার হোলে বার্ডি করে নিশ্চিত করেন বসুন্ধরা বাংলাদেশ ওপেন এর প্রথম রানারআপের গৌরব।
 
আর পারের চেয়ে ১৭ শট কম খেলে প্রথমবারের মতো এশিয়ান ট্যুর শিরোপা জিতেছেন থাইল্যান্ডের জ্যাজ জেন ওয়াটানান্দ।

** সিদ্দিকুরের দুর্দান্ত শুরু

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ৪ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।