ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়লেন কেনিয়ান পেরেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়লেন কেনিয়ান পেরেস ছবি: সংগৃহীত

নারীদের হাফ ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছেন কেনিয়ার অ্যাথলিট পেরেস জেপচিরচির। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পেরেস তারই স্বদেশি ফ্লোরেন্স কিপলাগাতের আগের রেকর্ডটি ভেঙে দেন।

বিশ্ব শিরোপা জয়ী ২৩ বছর বয়সী অ্যাথলেট পেরেস নতুন রেকর্ড গড়ার মাধ্যমে জিতে নেন আরব আমিরাতের রাস আল খিমাহ হাফ ম্যারাথনের শিরোপা।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ম্যারাথনে ফিনিশিং লাইন টাচ করতে পেরেস সময় নেন ১ ঘণ্টা ৫ মিনিট ৬ সেকেন্ড।

যা নারীদের হাফ ম্যারাথনে নতুন রেকর্ড হিসেবে ধরা দেয়।

পেরেসের দুই বছর আগে বার্সেলোনায় ৩ সেকেন্ড বেশি সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন ফ্লোরেন্স কিপলাগাত।

পেরেসের পরে থেকে তিনবারের শিরোপা জেতা ম্যারি কেইটানি দ্বিতীয় হয়েছেন সাত সেকেন্ড বেশি সময় নিয়ে। আর ১ ঘণ্টা ৬ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন জইসিলেইন জেপকোজি।

এদিকে, পুরুষ বিভাগে ৫৯ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন বিশ্ব হাফ ম্যারাথনের রৌপ্যপদক জয়ী বেডান কারোকি। ইথিওপিয়ার ইগরেম ডেমেলাম ৫৯ মিনিটি ১৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও কেনিয়ার অগাস্টিন চোগে ৫৯ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।