আগামী মাসের ৪ তারিখ থেকে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসছে বিশ্ব হকি লিগের ২য় রাউন্ডের আসর।
মালয়েশিয়াকে দিয়ে শুরু হবে জাতীয় দলের প্রথম পরীক্ষা।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ‘সেটা হয়তো সম্ভব হবে না। ভিসার ব্যাপারটি অনেক সময়সাপেক্ষ। তাই হয়তো এই সফর হবে না। কারণ সামনের মাসেই বিশ্ব হকি লিগের খেলা আছে। শ্রীলঙ্কায় কোচ গিয়েছেন ভিসা সংক্রান্ত কাজ শেষ করতে। ’
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এক মাস ধরে কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে। হকি দলের কোচ অলিভার কার্টজ দলের ভিসার কাজে শ্রীলঙ্কায়। তার পরিবর্তে দলের সহকারী কোচ মাহবুব হারুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। চালিয়ে যাবেন অনুশীলন।
নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশে আসছে না কানাডা। তাদের জায়গায় নতুন করে নেওয়া হয়েছে মালয়েশিয়াকে। সেরা দুই-তিন এর লক্ষ্য নিয়ে মাঠে নামবে জিমি-চয়নরা বলে মনে করেন আব্দুস সাদেক। তিনি জানান, ‘প্রাকটিস ভালো হয়েছে। কানাডার চেয়ে মালয়েশিয়া তুলনামূলক সহজ প্রতিপক্ষ। আশা করছি এই রাউন্ডের সেরা তিনের মধ্যে থাকতে পারবো। ’
আটটি দলকে দুই গ্রুপে ভাগ করেই অনুষ্ঠিত হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের বাংলাদেশ পর্বের খেলা। পুল ‘এ’তে বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া। এই গ্রুপ অন্য দলগুলো হচ্ছে ফিজি ও ওমান। পুল ‘বি’তে আছে চীন, মিসর, ঘানা ও শ্রীলঙ্কা।
আগামী ৪ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম দিনই মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ফিজি ও ওমানের সঙ্গে পরের দুটি ম্যাচ ৫ ও ৭ মার্চ। বাংলাদেশ পর্বের সেরা দুই দল যাবে বিশ্ব হকি লিগের সেমিফাইনাল পর্বে। এই গ্রুপে সর্বোচ্চ র্যাংকিং মালয়েশিয়ার। তাদের র্যাংকিং ১৩ আর বাংলাদেশ আছে ৩৫তম স্থানে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি