ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘বাংলাদেশের আতিথেয়তায় আমরা মুগ্ধ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
‘বাংলাদেশের আতিথেয়তায় আমরা মুগ্ধ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমার-নামটি শোনার সঙ্গে সঙ্গে প্রতিবেশি দেশের মানুষের উপর সেনাবাহিনীর নিপীড়ন, শোষণ ও নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য চোখের সামনে ভেসে উঠে। দেশের টালমাটাল পরিস্থিতির মধ্যেও খেলার টানে ছুটে এসেছেন সীমানা পেরিয়ে বাংলাদেশে।

দেশটি অংশ নিয়েছে চতুর্থ রোল বল বিশ্বকাপে। আর বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছে মায়ানমার, বিশ্বকে জানিয়েছে শান্তির বার্তা।

গত কয়েক বছরে বিদেশিদের উপর হামলা ও হত্যাকাণ্ড, গুলশানের হলি আর্টিজন রেস্তোরাঁয় আলোচিত সেই নির্মম হতাযজ্ঞসহ নানাবিধ কারণে বাংলাদেশ অনেকবারই বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছে। আর তাতে দেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে কিঞ্চিত হলেও।

এর মাঝেই দেশে হয়ে যাচ্ছে সবচেয়ে বড় আয়োজন রোল বল বিশ্বকাপ। যেখানে ৪০ টি দেশের প্রায় ৭০০ খেলোয়াড় অংশ নিয়েছে। পেয়েছে উষ্ণ অভ্যর্থনা।

তাতে সন্তুষ্টির তালিকায় অাছে প্রতিবেশি মায়ানমারও। মায়ানমারের রোল বলের কর্মকর্তা বাবু কে মালভিক জানালেন সেই মধুর আতিথেয়তার কথা। বাংলানিউজকে জানালেন সেই কথা, 'এ দেশ শান্তির দেশ। প্রতিবেশি দেশ হিসেবে আমরা ধন্য এ দেশে আসতে পেরে। এত বড় আয়োজনে অংশ নিতে পেরে আমরা সত্যিই গর্বিত। এতো মানুষের আয়োজন করা, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা অনেক দেশের পক্ষে অসম্ভব। সেটা বাংলাদেশ করে দেখাচ্ছে। '

সঙ্গে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়ে বলেন, 'প্রধানমন্ত্রী মায়ানমার নিয়ে কাজ করছেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে চিন্তা করছেন। এটা বড় পাওয়া। '

দু'দেশের সুসম্পর্ক গড়ে তুলতে মায়ানমার সরকারকেও অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দু’দেশই প্রতিবেশি রাষ্ট্র। আমাদের সম্পর্ক আরও অটুট হওয়া উচিত। '

বাবু বিশ্ববাসীর উদ্দেশে বলেন, ‘শান্তির দেশে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই এখন, কারণ যে দেশ এতো মানুষের আতিথেয়তা করতে জানে, তাদের দেশের নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। তবে মাঝে মধ্যে কিছু মানুষ দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইবে। সেটা সবদেশেই হতে পারে। '

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।