প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এএফডব্লিউসি, পিএসসি চ্যাম্পিয়ন দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শ্যুটিং দলকে অভিনন্দন জানান।
এ সময় তার সাথে ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) এবি এম রুহুল আজাদ, মন্ত্রণালয়ের ডি এস সরদার মো: সোয়েব, কলেজের অধ্যক্ষ লে: কর্নেল মো: ইমরান ইবনে এ রউফ ও উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু।
বিকেএসপি শ্যুটিং দল ৩টি সিলভার পদক অর্জন করেছে। পদক প্রাপ্তরা হলেন মহিলাদের ১০ মি. এয়ার রাইফেল ইভেন্টে তাসলিমা তাবাসসুম অর্পিতা, (স্কোর-২৮০), পুরুষদের ১০ মি. এয়ার রাইফেল ইভেন্টে মোহাইমেনুল ইসলাম, (স্কোর-২৮২) এবং পয়েন্ট ১৭৭ এয়ার রাইফেল ইভেন্টে মনিকা হেমেদ (স্কোর- ২৪৮)।
বগুড়া রাইফেল ক্লাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪৩টি ক্লাবের ২৫৮ জন শ্যুটার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিকেএসপি’র ১০ সদস্য বিশিষ্ট ১টি দল অংশগ্রহণ করেছিল। পয়েন্ট ২২ রাইফেল শ্যুটিং এ মমিনুল ইসলাম ও ফার্দিন মো: অর্নব, পয়েন্ট ১৭৭ এয়ার রাইফেল ইভেন্টে মনিকা আহমেদ ও অন্তর সরকার, পয়েন্ট ১৭৭ ম্যাচ এয়ার রাইফেল ইভেন্টে তাসমিয়া তাবাসসুম ও মোহাইমিন আনাম অংশগ্রহণ করেন।
এছাড়া আরও ৪জন শ্যুটার অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সাথে ছিলেন। বিকেএসপি দলের দলনেতা হিসেবে ছিলেন আব্দুর রহমান ও দলের কোচের দায়িত্ব পালন করেন ফারহানা কাওসার।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৭
এমআরপি