ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন আনসার, রানার্সআপ নেভী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
চ্যাম্পিয়ন আনসার, রানার্সআপ নেভী ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের ব্যবস্থাপনায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ৫ দিনব্যাপী দ্বিতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।

চ্যাম্পিয়ন আনসার ছেলে ও মেয়ে দুই বিভাগ মিলে পেয়েছে ১০টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক। রানার্সআপ বাংলাদেশ নেভী পেয়েছে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক।

৩টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক পেয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজিবি পেয়েছে ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের খেলাধুলায় আত্বপ্রকাশ করে বিজিবি’র মহিলা ফেন্সিং খেলোয়াড়রা। আর প্রথমবার অংশ নিয়ে তারা জয় করে ২টি ব্রোঞ্জ পদক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নুরুল আলম। আরো উপস্থিত ছিলেন ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি (অব:) লে: জেনারেল আ ত ম জহিরুল আলম, সাধারণ সম্পাদক (অব:) মেজর কামরুল ইমলাম ও বাংলাদেশ আনসারের ক্রীড়া কর্মকর্তা মো: রায়হান উদ্দিন ফকিরসহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার দলের সাফল্য প্রসঙ্গে আনসারের ক্রীড়া কর্মকর্তা মো: রায়হান উদ্দিন ফকির বলেন, আমরা তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করেছি। তারপর বাছাইকৃত খেলোয়াড়দের আনসার একাডেমিতে এক বছর নিবীড়ভাবে অনুশীলন করানো হয়েছে। বাংলাদেশ আনসারের লক্ষ্য দেশের সকল খেলায় ভালো রেজাল্ট করা। সে লক্ষ্যে আমাদের খেলোয়াড়রা বছরব্যাপী নিবীড় অনুশীলন করে থাকে। যার ফলে আমরা ফেন্সিং এ চ্যাম্পিয়ন হতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ১০ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।