শনিবার (১১ মার্চ) মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নেওয়ায় রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঘানার বিপক্ষে খেলবে লাল-সবুজরা।
ম্যাচের প্রথম থেকে আক্রমণ শুরু করে বাংলাদেশ।
খেলার ৫০ সেকেন্ডে প্রথম পেনাল্টি কর্নারেই গোলের মুখ দেখে বাংলাদেশ। জিমির পুশ, সারোয়ারের স্টপের পর চয়নের ড্র্যাগ শ্রীলঙ্কান গোলরক্ষক তুসিত রত্নাসিরিকে কোনো সুযোগ না দিয়ে ঠাঁই নেয় জালে।
ফরোয়ার্ড মিলন ১১ মিনিটে বাংলাদেশকে ২-০ গোলে এগিয়ে নেন। জিমির চমৎকার স্টিওয়ার্কে পরাস্ত হয় শ্রীলঙ্কান ডিফেন্স, তার কোনাকুনি হিটে ফ্লিক করে দ্বিতীয় গোলটি করেন মিলন। পরের মিনিটে বাংলাদেশ দূর্গে ঢুঁ মারে শ্রীলঙ্কা। ফরোয়ার্ড রাজিত কুলাতুঙ্গা একাই বল নিয়ে ঢুকে পড়েন ডি-বক্সে, তার পুশ গোলরক্ষক জাহিদ ফিরিয়ে দিলেও রিবাউন্ডটিতে আবার হিট নেন কুলাতুঙ্গা, চয়ন সেটিকে বিপদমুক্ত করেন।
২৪ মিনিটে চয়ন পেনাল্টি কর্নারে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে ম্যাচে বাংলাদেশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। জিমি-রানার পুশ স্টপের পর চয়ন এবার ড্র্যাগ করেননি, নীচু হিটে গোলটি করেন।
শেষ কোয়ার্টারটি একেবারেই নিজের করে নেয় বাংলাদেশ। এ সময়ে ৫টি গোল করে লাল-সবুজরা। ৪৬ মিনিটে জিমি কৌশিককে বল ঠেলে দিলে কোনো ভুলই করেননি তিনি। এরপর ৪৯ মিনিটে আরশাদ দলের ষষ্ঠ, ৫৬ মিনিটে পঞ্চম পিসি থেকে শুয়ে পড়ে কানেক্ট করে জিমি সপ্তম, ৫৮ মিনিটে আরশাদ অষ্টম ও ৫৯ মিনিটে মিলন নিজের তৃতীয় ও দলের নবম গোলটি গোল করেন।
শ্রীলঙ্কা যে সুযোগ পায়নি, তেমনটি নয়। তবে বারবারই বাধাগ্রস্থ হয়েছে চয়ন, পিন্টু, খোরশেদ ও আশরাফুলদের সামনে। কীপার জাহিদ ১৪ ও ২৪ মিনিটে দুটি গোল সেভ করেন।
এর আগে পুল ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হেরে আসর শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে ফিজির বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পায়। কিন্তু, নিজেদের তৃতীয় ম্যাচে ওমানের কাছে ৩-২ ও চতুর্থ ম্যাচে কোয়ার্টার-ফাইনালে মিশরের বিপক্ষে ৫-১ গোলে হেরে বসে জিমি-চয়নরা। ফলে, সেমি-ফাইনালে খেলার আশা শেষ হয় বাংলাদেশের।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি