কিন্তু, শুরুর মতো দ্বিতীয় রাউন্ডও ভালো হয়নি সিদ্দিকুরের। ‘কাট’ এর নীচে থেকে আসর থেকে বিদায় নিতে হয়েছে তাকে।
পারের চেয়ে সর্বনিম্ন ছয় শট বেশি খেলা গলফাররা ‘কাট’ এর শঙ্কা কাটিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন।
এর আগে মালয়েশিয়ায় শুরুটা বেশ ভালোই করেছিলেন সিদ্দিকুর। তবে, শেষ দুই রাউন্ডে সুবিধা করতে পারেননি তিনি। আসর শেষ করেন ৪১তম হয়ে।
এবার ইন্ডিয়ান ওপেনে প্রথম রাউন্ডে দিল্লির ডিএলএফ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে হতাশ হতে হয় সিদ্দিকুরকে। দ্বিতীয় রাউন্ড শেষে কাট-এর নীচে থেকে ছিটকে পড়েন বাংলাদেশের এই গলফার। ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়ে সাতটি বোগি, একটি ডাবল বোগি ও একটি বার্ডি করেন তিনি।
ফলে, দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট বেশি খেলে আট জনের সঙ্গে ৯৭তম স্থানে থেকে বিদায় নেন সিদ্দিকুর।
দেশের কোর্সে খেলা বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে ১৩ শট কম খেলে প্রথমবারের মতো এই গৌরব লাভ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী গলফার। দেশের মাটিতে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে রানারআপ হওয়া সিদ্দিকুর বার্ডি পেয়েছিলেন মোট ৬টি। আর বোগি পেয়েছিলেন মাত্র ১টি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এমআরপি