ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পিরোজপুর: পিরোজপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম শেখ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতায় সাতটি উপজেলার সাতটি দল অংশ নেয়।
চূড়ান্ত খেলায় পিরোজপুর সদর উপজেলা দল কাউখালী উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়।
বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ ওয়ালিদ হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, সহকারী পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোহাম্মদ আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাব সাবেক সভাপতি মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।