ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ হলো মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
শেষ হলো মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছবি: সংগৃহীত

বিপুল আনন্দ আর বিজয়োল্লাসের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ওয়ালটন এলইডি টিভি মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০১৭ শেষ হলো।

গত ৯ মার্চ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া তিন দিনের এ প্রতিযোগিতায় দেশের প্রথম সারির ২৬টি সংবাদ মাধ্যমের ৭০জন সংবাদকর্মী খেলোয়াড় নারী ও পুরুষ বিভাগে একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতের খেলায় অংশগ্রহণ করেন।  

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ড-এর উদ্যোগে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টে সহযোগিতা করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

 

মিডিয়া কাপ ব্যাডমিন্টনের তৃতীয় আসরের সমাপনী দিনে পুরুষ একক, পুরুষ ডাবলস, নারী একক, নারী ডাবলস এবং মিক্সড ডাবলস ক্যাটাগরির ৫টি ফাইনাল খেলাসহ গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্মসচিব গোলাম আজিজ জিলানি, সমকাল ফিচার সম্পাদক মাহবুব আজীজ, টুর্নামেন্টের কো-স্পন্সর কেপিসি পেপার কাপ এর সত্ত্বাধিকারী কাজী সাজেদুর রহমানসহ অন্যান্যরা।

অতিথি আর দর্শকমুখর সমাপনী দিনে পুরুষ সিঙ্গেলস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন যমুনা টেলিভিশনের শফিক পাহাড়ি। এই ক্যাটাগরিতে দিনের সর্ব্বোচ্চ উত্তেজনাকর ম্যাচে রানারআপ চ্যানেল একাত্তরের আব্দুলাহ রাহি। ছেলেদের দ্বৈত ইভেন্টে যমুনা টেলিভিশন ও রাইজিংবিডি.কমের মধ্যকার ফাইনাল ম্যাচে পাহাড়ি ও নয়ন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাইজিংবিডির হাসান-শিবলী জুটি।

নারী সিঙ্গেলস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন পরিবর্তন.কমের তানজিনা। টানটান উত্তেজনার এই ফাইনাল ম্যাচে রানারআপ হয়েছেন যমুনা টেলিভিশনের শার্লি জাহান শিশির। নারী ডাবলস ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টিভির লোপা-তাবাসসুম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যমুনা টেলিভিশনের শিশির ও রুবি জুটি।

মিডিয়া কাপ ব্যাডমিন্টন সংবাদকর্মী শাটলারদের নিয়ে আয়োজিত একমাত্র প্রতিযোগিতা। সমাপনী দিনের আয়োজনে উপস্থিত সকলে সফলভাবে প্রতিযোগিতার সমাপ্তিতে আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামী আয়োজন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।