রোববার সকাল সাড়ে এগারটায় গুলিস্তানস্থ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
একটি হার, একটি ড্র আর শেষ ম্যাচে জয় দিয়ে আফ্রিকার এই দেশটির সঙ্গে প্রস্তুতি শেষ করেছিল স্বাগতিকরা।
র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আছে ঘানা। তাদের অবস্থান ৩৮। বাংলাদেশের ৩২। তিন ম্যাচে মোট ১৩টি পেনাল্টি কর্নার পেয়েছিল অলিভারের শিষ্যরা। গোল এসেছিল মাত্র দুটি। তবে এই ম্যাচে ভালো করার প্রত্যয় রাখছে কোচ, ‘পেনাল্টি কর্নার নিয়ে কাজ করেই চলছি। সবসময় এটাকে গুরুত্ব দিচ্ছি। ভালো কিছুই অপেক্ষা করছে। ’
শনিবার শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরিছে চয়ন-আশরাফুলরা। তাতে অবশ্য জিমিদের সহজাত খেলাটি দেখা গিয়েছে। সেটিও কাজে আসবে বলে মনে করছেন এই জার্মান কোচ। ঘানার বিপক্ষে জয় পেলে পঞ্চম স্থান নিশ্চিত করবে বাংলাদেশ। তা না হলে ৭ম স্থানের জন্য ফিজির সঙ্গে খেলতে হবে স্বাগতিকদের।
এর আগে বিশ্ব হকি লিগের ২য় রাউন্ডে মালয়েশিয়ার সঙ্গে হার, ফিজির সঙ্গে জয়, ওমান ও মিসরের সঙ্গে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, মার্চ, ১২, ২০১৭
জেএইচ/এমআরপি