ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পঞ্চম স্থান নিশ্চিত করলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
পঞ্চম স্থান নিশ্চিত করলো বাংলাদেশ পঞ্চম স্থান নিশ্চিত করলো বাংলাদেশ

বিশ্ব হকি লিগের প্রস্তুতি হিসেবে টুর্নামেন্টের আগে ঘানার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে সেই পরিচিত ঘানাকেই বিপক্ষ হিসেবে পায় জিমি-চয়নরা। আর জমে ওঠা এই ম্যাচে পেনাল্টির পর ৭-৬ ব্যবধানে জিতে এবারের আসরের পঞ্চম স্থানটি নিজেদের দখলে নেয় স্বাগতিকরা।

রোববার (১২ মার্চ) গুলিস্তানস্থ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পঞ্চম স্থান নির্ধারণীর ম্যাচটি অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ম্যাচ শেষ হয়।

পেনাল্টি শুটআউটে ৩-৩ সমতায় থাকলে সাডেন শটে বাংলাদেশ ঘানার জালে বল জড়িয়ে দেয়। আর স্বাগতিকদের বোর্ডে বল জড়াতে না পারলে হার নিয়ে মাঠ ছাড়ে ঘানা।

এর আগে একটি হার, একটি ড্র আর শেষ ম্যাচে জয় দিয়ে আফ্রিকার এই দেশটির সঙ্গে প্রস্তুতি শেষ করেছিল স্বাগতিকরা। র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে ঘানার অবস্থান ৩৮। বাংলাদেশের ৩২। তাই আত্মবিশ্বাসের পারদটাও একটু বেশি ছিল বাংলাদেশের।

গত শনিবার শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফেরে চয়ন-আশরাফুলরা। সে ম্যাচেও অবশ্য জিমিদের সহজাত খেলাটি দেখা গিয়েছে। ঘানার বিপক্ষে জয় পেয়ে পঞ্চম স্থান নিশ্চিত করলো বাংলাদেশ। তা না হলে ৭ম স্থানের জন্য ফিজির সঙ্গে খেলতে হতো স্বাগতিকদের।

এর আগে বিশ্ব হকি লিগের ২য় রাউন্ডে মালয়েশিয়ার সঙ্গে হার, ফিজির সঙ্গে জয়, ওমান ও মিসরের সঙ্গে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ, ১২, ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।