এই নিষেধাজ্ঞার কারণে আগামী এশিয়া কাপের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না সারোয়ার।
হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় রাউন্ডে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ঘানার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ।
উত্তেজনা আর রোমাঞ্চে ভরা ম্যাচের শেষ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। ৩-২ ব্যবধানে এগিয়ে থাকা ঘানার বিপক্ষে শেষ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে যায় বাংলাদেশ। জিমির দুর্দান্ত শটে বল জালে জড়ালে সকল শঙ্কা উড়ে যায়। সমতা ফেরে স্বাগতিকরা।
ম্যাচের শেষ দিকে ঘানার মিডিফিল্ডার মাইকলে বেইডেনকে স্টিক দিয়ে আঘাত করে বসেন সরোয়ার। সারোয়ারের আঘাত গিয়ে লাগে বেইডেনের কপালে।
প্রতিপক্ষের খেলোয়াড়কে স্টিক দিয়ে আঘাতের ফলে সারোয়ারকে এই নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক হকি ফেডারেশন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১২ মার্চ ২০১৭
এমআরপি