রোববার (১২ মার্চ) রাতে রাজধানীর পল্টনে অবস্থিত ফার্স হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২২ বিজয়ী ক্রিকেটারের হাতে ‘গোলাম দস্তগীর গাজী স্কলারশিপের' চেক তুলে দেওয়া হয়।
এর আগে গাজী টায়ারস ক্রিকেটার্স হান্ট কর্মসূচির আওতায় সারা দেশ থেকে ২৫ হাজার তরুণের মধ্য থেকে ৬৮ জন ক্রিক্রেটারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।
অনুষ্ঠানে গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর বলেন, আমরা যে আশা নিয়ে এ কর্মসূচি নিয়েছিলাম তা পূরণ হয়েছে। আমি বিশ্বাস করি এই ২২ তরুণ ক্রিকেটার একদিন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলবে। তাদের বিশ্বমানের ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে গাজী গ্রুপের পক্ষ থেকে সব প্রকারের সাহায্য দিয়ে যাব আমরা।
তরুণ ক্রিকেটারদের ইংরেজি শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেটারদের অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। ভালো ইংরেজি না জানলে জাতীয় দলের ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন হওয়া যায় না।
তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য গাজী গ্রুপ নিজস্ব জায়গায় একটি বিশ্বমানের ক্রিকেট একাডেমি তৈরি করবে। তাছাড়া দেশে একটি প্রাইভেট ক্রিকেট মাঠ করারও পরিকল্পনা রয়েছে।
জাতীয় দলের সাবেক কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন বলেন, এই ২২ জন তরুণ ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের সম্পদ। তারা আজ স্কলারশিপ পাবে এবং ঢাকা প্রফেশনাল ক্রিকেট লীগেও খেলার সুযোগ পাবে। এর মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি করার সুযোগ পাবে। দেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে গাজী গ্রুপের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা, গাজী গোলাম আসরিয়া ও গাজী গ্রুপের নির্বাহী পরিচালক এম সালাহউদ্দী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এমএ/এসএইচ