বুধবার (১৫ মার্চ) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চূড়ান্ত প্রশিক্ষণ পর্বে সুযোগ পাওয়া ছেলে- মেয়েদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সনদপত্র তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস (যুগ্ম সচিব)।
২০ দিনব্যাপী চূড়ান্ত প্রশিক্ষণ কার্যক্রম কোচ হিসেবে পরিচালনা করেন মোজাম্মেল হক ও ইসানুর রহমান ইহসান। উল্লেখ্য, দেশের ২১টি জেলায় তৃণমূল পর্যায় থেকে ধারাবাহিকভাবে বাছাইকৃত ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে মেধাবী খেলোয়াড়কে ঢাকায় ২০ দিনব্যাপী চূড়ান্ত আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৭
এমআরপি