ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কারাতের চূড়ান্ত প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
কারাতের চূড়ান্ত প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত ছবি: সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত কারাতে প্রতিভা অন্বেষণ চূড়ান্ত প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চূড়ান্ত প্রশিক্ষণ পর্বে সুযোগ পাওয়া ছেলে- মেয়েদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সনদপত্র তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস (যুগ্ম সচিব)।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যান্যরা।

২০ দিনব্যাপী চূড়ান্ত প্রশিক্ষণ কার্যক্রম কোচ হিসেবে পরিচালনা করেন মোজাম্মেল হক ও ইসানুর রহমান ইহসান। উল্লেখ্য, দেশের ২১টি জেলায় তৃণমূল পর্যায় থেকে ধারাবাহিকভাবে বাছাইকৃত ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে মেধাবী খেলোয়াড়কে ঢাকায় ২০ দিনব্যাপী চূড়ান্ত আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।