ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অমিত-নোশিন চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
অমিত-নোশিন চ্যাম্পিয়ন ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

শনিবার (১৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মোট ১৪১ জন স্কুলের ছাত্র-ছাত্রী দিনব্যাপি এ ইভেন্টে অংশ নেয়।

এদের মধ্যে ১০০ জন ছাত্র এবং ৪১ জন ছাত্রী। ছাত্রদের গ্রুপে ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে অমিত বিক্রম রায় চ্যাম্পিয়ন, সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দানিয়েল মুরাদ রানার-আপ ও মোঃ শফিকুল ইসলাম তৃতীয় স্থান লাভ করেন।

ছাত্রীদের গ্রুপে ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে নোশিন আঞ্জুম চ্যাম্পিয়ন, ৫ পয়েন্ট নিয়ে ওয়ালিজা আহমেদ রানার-আপ ও মুশফিকা জান্নাত সাওরী তৃতীয় স্থান লাভ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফররত কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভারত সিং চৌহান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গাজী সাইফুল তারেক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংঠনিক সচিব ও ঢাকা মহানগরীর সভাপতি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক লায়ন মুজিবর রহমান হাওলাদার, শেখ রাসেল শিশু কিশোর পরিষদেও কর্মকর্তা সজল মাহমুদ ও রাশেদুল হক।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।