ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বাফুফেকে সিদ্ধান্ত জানায়নি ‘বিদ্রোহী’ কাবগুলো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
বাফুফেকে সিদ্ধান্ত জানায়নি ‘বিদ্রোহী’ কাবগুলো

ঢাকা: দলবদলে অংশ নেওয়ার বিষয়ে বিদ্রোহী সাত কাব এখনো কোন সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বুধবারের মধ্যে বাফুফেকে অবহিত করার কথা ছিলো।



মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকের পর লিগে অংশগ্রহনের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথাই জানিয়েছিলেন দলগুলোর সমন্বয়কারী ব্রাদার্স ইউনিয়নের ফুটবল সম্পাদক আমের খান।

সিদ্ধান্ত না জানানোর কারণ জানতে চাইলে আমের খান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন,‘‘ আমরা (কাব প্রতিনিধি) আলোচনায় বসেছিলাম। এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আশাকরি আগামীকাল (বৃহস্পতিবার) সকালের বৈঠকে একমত হতে পারবো। এরপরই সিদ্ধান্তের কথা বাফুফেকে জানিয়ে দেব। ”

দলবদল পেছানো, লিগ কমিটিতে কাব প্রতিনিধি রাখা, বাংলাদেশ লিগের দ্বিতীয় টায়ার শুরু করা, লিগের ক্যালেন্ডার ঘোষণা, অংশগ্রহণ ফি লিগ শেষ করার আগেই দেওয়াসহ বিভিন্ন দাবিতে বাফুফের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছিলো বাংলাদেশ লিগের সাতটি দল। তাদের সঙ্গে পরে যোগ দেয় শেখ রাসেল ক্রীড়াচক্র।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘন্টা, আগস্ট ১৮, ২০১০




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।