সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তোমাদের বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।
উদ্বোধনী পর্বের খেলা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।
এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগ অংশ নিয়েছে।
এতে শারীরিক শিক্ষা দফতরের পরিচালক এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল হক, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রায়, গণিত বিভাগের চেয়ারম্যান হেনা রাণী বিশ্বাস, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনজুমান আরা রজনী, ইশরাত জাহান সঞ্চারী, সাইয়েদা সাবরিনা আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ২-১ গোলে জয়লাভ করে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘন্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএস/এএটি