ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ববিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ববিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ববিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৭।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‌'একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তোমাদের বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

কেননা এ ধরনের সহশিক্ষা কার্যক্রম উন্নত শিক্ষা ব্যবস্থার একটি আবশ্যকীয় অংশ। খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন তোমাদের শারীরিক কসরত হবে, ঠিক তেমনি আগামী দিনের খেলোয়াড়রাও বেড়িয়ে আসবে তোমাদের মধ্য হতেই”।

উদ্বোধনী পর্বের খেলা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।

এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগ অংশ নিয়েছে।

এতে শারীরিক শিক্ষা দফতরের পরিচালক এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল হক, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রায়, গণিত বিভাগের চেয়ারম্যান হেনা রাণী বিশ্বাস, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনজুমান আরা রজনী, ইশরাত জাহান সঞ্চারী, সাইয়েদা সাবরিনা আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ২-১ গোলে জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘন্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।