ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তৃতীয় হয়ে পাকিস্তানের মিশন শেষ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
তৃতীয় হয়ে পাকিস্তানের মিশন শেষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ হকির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়া। ৬-৩ গোলে কোরিয়ানদের উড়িয়ে দিয়ে আট জাতির টুর্নামেন্টে তৃতীয় হয়েছে পাকিস্তান।

এশিয়া কাপ হকি আসরে প্রথম তিনবারই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৯৮৯ সালে ঢাকার মাটি থেকেই তারা শিরোপা জিতেছিল।

তবে, এবার তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পাকিস্তানকে। আর চারবার শিরোপা জেতা কোরিয়া চতুর্থ হয়েই দেশে ফিরবে।

রোববার (২২ অক্টোবর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটে এজাজ আহমেদের গোলে এগিয়ে যায় পাকিস্তান। ২০ মিনিটে চু সুক হুনের গোলে সমতায় ফেরে কোরিয়া। ২৬ মিনিটে রশিদ মেহমুদের গোলে আবারো লিড নেয় পাকিস্তান (২-১)। এরপর ৩০ মিনিটে এজাজ আহমেদের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আরও এগিয়ে নেয় পাকিস্তানকে।

ম্যাচের ৩২ মিনিটে আবু মাহমুদ গোল করে পাকিস্তানকে এগিয়ে নেন ৪-১ ব্যবধানে। ৩৬ মিনিটে এজাজ আহমেদ হ্যাটট্রিক পূরণ করলে পাকিস্তানের ব্যবধান ৫-১ হয়। এরপর কোরিয়া দুটি গোল শোধ করে। ৫৬ মিনিটে মোহাম্মদ ইয়াকুব পাকিস্তানের ৬-৩ গোলের জয় নিশ্চিত করেন।

এর আগে গ্রুপপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান সুপার ফোরের ম্যাচেও ভারতের বিপক্ষে হেরে বসে। ফলে, ফাইনালে ওঠার পথ বন্ধ হয়ে যায় পাকিস্তানের।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।