ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম দিনেই তিনটি নতুন জাতীয় রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
প্রথম দিনেই তিনটি নতুন জাতীয় রেকর্ড ছবি: সংগৃহীত

৩৩তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনেই তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। রোববার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে এবারের আসরটি।

৪৩টি দলের ৩৫১ জন অ্যাথলেট এবারে অংশগ্রহণ করেছে। রোববার ১৪টি ইভেন্ট শেষ হয়।

নতুন তিনটি জাতীয় রেকর্ড গড়েছে বিকেএসপি। তিনটিই হাই জাম্প ইভেন্টে (বালক, বালিকা ও কিশোর)।

বালক হাইজাম্পে ২০০০ সালের রেকর্ড পাবনার ইয়াকুব আলীর ১.৭৪ মিটার টপকিয়ে বিকেএসপির জিহান ১.৮১ করে নতুন জাতীয় রেকর্ড গড়েন। বালিকা হাইজাম্পে ২০০২ সালের রেকর্ড বিজেএমসির রাবেয়া সুলতানার ১.৫০ মিটার টপকিয়ে বিকেএসপির জান্নাতুল ১.৫১ করে নতুন জাতীয় রেকর্ড গড়েন।  

এছাড়া, কিশোর হাইজাম্পে ২০০৯ সালের রেকর্ড বিকেএসপিরই মোঃ মাসুদ কায়সারের ১.৮৬ মিটার টপকিয়ে বিকেএসপির মাসুদ রানা ১.৯৫ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। ছবি: সংগৃহীত৮০০ মিটার কিশোরে প্রথম হয়েছেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহসান হাবিব। ৮০০ মিটার কিশোরীতে প্রথম হয়েছেন বিকেএসপির আইভি আক্তার অরিন। শটপুট বালকে প্রথম হয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাহমুদুল হাসান শাওন। ২০০ মিটার স্প্রিন্ট কিশোর ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শেরপুরের মোহাম্মদ রাকিবুল, ২০০ মিটার স্প্রিন্ট কিশোরী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বিকেএসপির দিশা সুলতানা, ২০০ মিটার স্প্রিন্ট বালক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন নাটোরের সুলতান আহমেদ আর ২০০ মিটার স্প্রিন্ট বালিকা ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বিকেএসপির রূপা খাতুন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।