৪৩টি দলের ৩৫১ জন অ্যাথলেট এবারে অংশগ্রহণ করেছে। রোববার ১৪টি ইভেন্ট শেষ হয়।
বালক হাইজাম্পে ২০০০ সালের রেকর্ড পাবনার ইয়াকুব আলীর ১.৭৪ মিটার টপকিয়ে বিকেএসপির জিহান ১.৮১ করে নতুন জাতীয় রেকর্ড গড়েন। বালিকা হাইজাম্পে ২০০২ সালের রেকর্ড বিজেএমসির রাবেয়া সুলতানার ১.৫০ মিটার টপকিয়ে বিকেএসপির জান্নাতুল ১.৫১ করে নতুন জাতীয় রেকর্ড গড়েন।
এছাড়া, কিশোর হাইজাম্পে ২০০৯ সালের রেকর্ড বিকেএসপিরই মোঃ মাসুদ কায়সারের ১.৮৬ মিটার টপকিয়ে বিকেএসপির মাসুদ রানা ১.৯৫ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। ৮০০ মিটার কিশোরে প্রথম হয়েছেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহসান হাবিব। ৮০০ মিটার কিশোরীতে প্রথম হয়েছেন বিকেএসপির আইভি আক্তার অরিন। শটপুট বালকে প্রথম হয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাহমুদুল হাসান শাওন। ২০০ মিটার স্প্রিন্ট কিশোর ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শেরপুরের মোহাম্মদ রাকিবুল, ২০০ মিটার স্প্রিন্ট কিশোরী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বিকেএসপির দিশা সুলতানা, ২০০ মিটার স্প্রিন্ট বালক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন নাটোরের সুলতান আহমেদ আর ২০০ মিটার স্প্রিন্ট বালিকা ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বিকেএসপির রূপা খাতুন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৭
এমআরপি