রোববার (০৮ সেপ্টেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ ও যুগ্ম-সম্পাদক সেলিম মিয়া।
বালক-বালিকারা অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী এই ৫টি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। ১০৩টি ইভেন্টে মোট ৩৯০ জন বালক, ১৯৫ জন বালিকা, ১৯৫ জন টিম অফিসিয়াল ও ১১০ জন মিট অফিসিয়াল সহ সর্বমোট ৮২০ জন অংশগ্রহণ করবে।
আগামী মঙ্গলবার বিকেল ৪টায় সহকারী নৌ প্রধান (পার্সোনাল) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে আগামী ১২ সেপ্টেম্বর।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএআর/ইউবি