ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হলো জাতীয় নারী দাবা প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
শুরু হলো জাতীয় নারী দাবা প্রতিযোগিতা ছবি: শোয়েব মিথুন

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মার্সেল রেফ্রিজারেটর ৩৯তম জাতীয় নারী দাবা প্রতিযোগিতা। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

এ প্রতিযোগিতায় ৫০ জন্য দাবাড়ু অংশগ্রহণ করছেন।

প্রতিযোগিতায় প্রাইজমানি রাখা হয়েছে ১ লাখ টাকা। তার মধ্যে চ্যাম্পিয়ন পাবে ২৫ হাজার টাকা। এছাড়া রানার-আপ ১৮ হাজার, তৃতীয় ১৩ হাজার, চতুর্থ ৮ হাজার, পঞ্চম ৭ হাজার, ষষ্ঠ ৫ হাজার এবং সপ্তম থেকে চতুর্দশ প্রত্যেককে ৩ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।