চ্যাম্পিয়ন রানী হামিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো-ছবি: শোয়েব মিথুন
৩৯তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টম্বর) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস এন্ড স্পোর্টস জনাব এফ, এম, ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। নগদ পঁচিশ হাজার টাকা, ট্রফি ও ওয়ালটন সামগ্রী তুলে দেওয়া হয় তার হাতে।
রানার-আপ জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন নগদ আঠারো হাজার টাকা, ট্রফি ও ওয়ালটন সামগ্রী, তৃতীয় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আহমেদ ওয়ালিজা নগদ তেরো হাজার টাকা, ট্রফি ও ওয়ালটন সামগ্রী তুলে দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেজ একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আন্তর্জাতিক দাবা সংগঠক মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ ইভেন্টের প্রধান বিচারক আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও ওয়ালটন গ্রুপের কর্মকর্তা মেহরাব হোসেন আসিফ উপস্থিত ছিলেন।
৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এবার ঢাকা শহর ও বিভিন্ন জেলা হতে ৫৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএআর/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।