ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শাবিপ্রবিতে কিডস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
শাবিপ্রবিতে কিডস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শাবিপ্রবিতে চলছে কিডস ফুটবল টুর্নামেন্ট। ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি (সিলেট): ‘লেটস আওয়ার কিডস প্লে ইন দেয়ার ড্রিমস’ শিরোনামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কিডস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াভিত্তিক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ দু'দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে রয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব ও প্রথম দিনের খেলা শুরু হয়।

এর আগে একটি আনন্দ র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ টুর্নামেন্টে লুথা সেভেন, কিং, সেভ দ্য ড্রিম ১, সেভ দ্য ড্রিম ২ নামে মোট ৪টি দল অংশ নেবে।

টুর্নামেন্টের আহ্বায়ক শিশির চক্রবর্তী বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শিশুদের জন্য এ আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা আরও বিকশিত হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, হয়তো কোনো সহযোগিতা বা মাধ্যম পেলে তারাও দেখিয়ে দিতে পারে তাদের প্রতিভাকে।

টুর্নামেন্টের ফাইনাল সোমবার  (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।