ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন অঞ্চল চ্যাম্পিয়ন ও ২৪ পদাতিক ডিভিশন অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন অঞ্চলেট ইউপি সার্জেন্ট শ্রী প্রকাশ চক্রবর্তী শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় ও ১৭ পদাতিক ডিভিশন অঞ্চলের সৈনিক নয়ন কুমার বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রংপুর এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১৩ অক্টোবর শুরু হওয়া ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।