প্রতিযোগিতার সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে ও বানৌজা ঈসা খান এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এদিকে, টেনিস এককে ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার চ্যাম্পিয়ন ও লেফটেন্যান্ট কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার আপ হন।
এছাড়া, ভেটারেন টেনিসের দ্বৈত ম্যাচে রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান ও ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার জুটি কমডোর এম বেনজির মাহমুদ ও ক্যাপ্টেন আব্দুল লতিফ জুটিকে (৬-২) ব্যবধানে পরাজিত করেন। অপরদিকে, স্কোয়াশ প্রতিযোগিতায় কমডোর এম জামিল হোসেন চ্যাম্পিয়ন ও ক্যাপ্টেন এম এম রহমান রানারআপ হন।
চূড়ান্ত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআরপি