ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারালো কুষ্টিয়া 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে রাজশাহীকে হারালো কুষ্টিয়া  ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে রাজশাহী একাদশকে ২-১ গোলে হারিয়েছে কুষ্টিয়া একাদশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচে প্রথমার্ধে কুষ্টিয়া একাদশের পক্ষে প্রথম গোলটি করেন ১৭ নাম্বার জার্সির খেলোয়াড় তানিম।

 প্রথমার্ধে রাজশাহীর পক্ষে দ্বিতীয় গোলটি করেন ১০ নাম্বার জার্সির আবুল কালাম আজাদ। দ্বিতীয়ার্ধে কুষ্টিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন তানিম।  

কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. মকবুল হোসেন লাবলুর সভাপতিত্বে এই ম্যাচে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার), কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডি, রাজশাহী বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহাফুজ্জুর আলম লটন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ডাবলু সরকার, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসান খান, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী হাসান মন্টা, শেখ সুলতান আহমেদ, কোষাধ্যক্ষ লিয়াকত আলী খান, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন শীপ কুষ্টিয়া ভ্যেনুর চেয়ারম্যান খন্দকার ইকবাল মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ, কুষ্টিয়া জেলা ক্রীয়া সংস্থার নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহামদ আলী নিশান প্রমুখ।

বাংলাদেশ সময়ঃ ২১০৭ ঘন্টা, ১৭ জানুয়ারি, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।