দেশব্যাপী ৯টি ভেন্যুতে মোট ৮০টি স্কুল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। কুমিল্লায় অংশ নিচ্ছে ৮টি স্কুল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্কুল হকি কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবং বাংলাদেশ হকি ফেডারেশনের মাননীয় সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার মোহাম্মদ রফিকুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মেজবাউল আলম, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহসান ফারুক রোমেন।
উদ্বোধনী ম্যাচে চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট স্কুলকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারায় কুমিল্লা ইউসুফ উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময় পযর্ন্ত ম্যাচ গোলশূন্য ড্র ছিলো।
আগামী সোমবার (২৭ জানুয়ারী) উদ্বোধন হবে ফরিদপুর ভেন্যুর খেলা।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
ইউবি