মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) বিকেলে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণের মান উন্নয়ন শীর্ষক এক কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) যুবারা দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
তিনি বলেন, বিশ্বকাপে বাংলাদেশের জয় প্রতিটি মানুষের গৌরব। দক্ষিণ অাফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপজয়ী হওয়া, খেলায় যেকোনো অর্জনের চেয়ে বড় অর্জন। এ জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাহিদ আহসান বলেন, খেলার মাঠে যেকোনো শৃঙ্খলাবিরোধী কাজ করলে তাদের আইনের আওতায় আনা হয়। এ কাজটি আইসিসি করেছে। খেলায় আমাদের বিপক্ষে যারা ছিল, তারা উত্তেজিত হয়েছিল বলে আমাদেরও টিম উত্তেজিত হয়েছিল।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে ট্রফি জেতায় কেক কাটেন।
যুব উন্নয়ন অধিদফতর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবিরসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরবি/