ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেনীতে ‘বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ’ শুরু শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ফেনীতে ‘বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ’ শুরু শনিবার সংবাদ সম্মেলন এসব তথ্য জানান হ্যান্ডবল উপ-কমিটির আহ্বায়ক নুরুল আফছার কবির শাহজাদা। ছবি: বাংলানিউজ

ফেনী: আগামী ২৯ ফেব্রুয়ারি (শনিবার) ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে শুরু হবে ‘বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ প্রতিযোগিতা-২০২০।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতায় জেলার ১৩টি ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে।  

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান হ্যান্ডবল উপ-কমিটির আহ্বায়ক নুরুল আফছার কবির শাহজাদা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, সদস্য বাহার উদ্দিন, মো. তৌহিদুল ইসলাম তুহিন, প্রবীন ক্রীড়াবিদ গোলাম হায়দার মজুমদারসহ ফেনীতে কর্মরত সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হ্যান্ডবল লীগ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার (এসপি) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খোন্দকার নুরুন্নবী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।