শরিফুল তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে আরও বলেন, ‘তোমরা ভালভাবে-মনযোগ দিয়ে খেলবে। তাহলে অবশ্যই তোমরা ভালো করবে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পঞ্চগড়ের কৃতি সন্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন শরিফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে একটি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শরিফুল তার গ্রামের বাড়ি দেবীগঞ্জের দন্ডপাল ইউনিয়নের মৌমারী থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এলে ফুল দিয়ে তাকে বরণ করে নেয় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা পঞ্চগড়।
পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পঞ্চগড় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেসী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম ও শরিফুলের বাবা দুলাল মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এসএইচ/ইউবি