ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট কাজী জাহেদা ‍আর নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট কাজী জাহেদা ‍আর নেই কাজী জাহেদা আলী

ঢাকা: জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সদস্য কাজী জাহেদা আলী আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।

বৃহস্পতিবার (এপ্রিল ৩০) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

  ১৯৭৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন। কাজী জাহেদা আলী কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম কাজী আব্দুল আলীমের বোন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।